Outlinebangla Digital Desk: গিরগিটি রং পরিবর্তন করে সেটি সবার জানা। কিন্তু গিরগিটি ছাড়াও আরও অনেক প্রাণী রয়েছে যারা প্রয়োজনে রং পরিবর্তন করতে পারে। এদের মধ্যে একটি হল অক্টোপাস (Octopus)। সম্প্রতি অক্টোপাসের রং পরিবর্তনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। Buitengebieden নামের একটি টুইটার হ্যান্ডেল থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে।
ভিডিওটি আসলে টাইম ল্যাপস সেটিংসে তোলা। ভিডিওতে দেখা যাচ্ছে জলের মধ্যে ঘুমাচ্ছে অক্টোপাসটি। যতবার শ্বাস নিচ্ছে ততবারই বদলে যাচ্ছে গায়ের রং।এমনকি তার সাথে বদলে যাচ্ছে ত্বকের গঠন। ভিডিও এর শুরুতে অক্টোপাসটি (Octopus) ছিল সাদা রঙের।আসতে আসতে ত্বকের রঙে হলদেটে আভা দেখা গিয়েছিল। ফের হলুদ আর সবুজ আভা দেখা গিয়েছিল। এমনকি একবার কাঁটা কাঁটা মতো গঠনও দেখা গিয়েছিল।
An octopus changing colors in her sleep.. pic.twitter.com/eJZyThfg0I
— Buitengebieden (@buitengebieden_) August 21, 2021
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। প্রায় দেড় লক্ষের কাছাকাছি ভিউ হয়েছে এই ভিডিওটি। নেটিজেনেরা এই ভিডিও দেখে হতবাক। আগ্রহ নিয়ে সবাই দেখছে এই ভিডিওটি।তবে কেন বা কীভাবে অক্টোপাসটি রং বদলাচ্ছে তার সঠিক কোন ব্যাখ্যা জানা যায়নি।