Friday, March 31, 2023

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মাস্ক পরোটা, খাবেন নাকি?

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ বিশ্বজুড়ে করোনার তাণ্ডব ক্রমশ বেড়েই চলেছে, কোন ভাবেই পরিস্থিতিকে রোখা সম্ভব হচ্ছে না। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে অবশ্যই প্রত্যেককে মাস্ক পরতে হবে ও সামাজিক দূরত্ব অবলম্বন করতে হবে। তবে করোনা সচেতনতায় মাস্ক পরা কতটা জরুরী বোঝাতে অভিনব ভাবনায় একটি রেস্তরাঁর মাস্কের মতো হুবহু দেখতে পরোটা (Mask parottas) তৈরি করে বিক্রি করছে, এমনই দেখা গিয়েছে তামিলনাড়ুর মাদুরাইয়ের (Madurai) একটি রেস্তরাঁর।

এই মাস্ক পোরটা (Mask parottas) সোশ্যাল মিডিয়ার দ্বারা প্রকাশ্যে আসতেই মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে, সাথে সাথে ওই রেস্তরাঁর মাস্ক পোরটা (Mask parottas) বিক্রির হার কয়েক গুন বেড়ে গিয়েছে। রেস্তরাঁর ম্যানেজার জানিয়েছে ওই এলাকা ছাড়াও পাশা-পাশি বেশ কিছু এলাকার মানুষজন মাস্ক ব্যবহার করছে না, তাই এই অভিনব ভাবনার মাধ্যমে মানুষদের সচেতন করার চেষ্টা করছি।

এই অভিনব মাস্ক পোরটা (Mask parottas) খেতে গেলে আপনাকে যেতে হবে তামিলনাড়ুর মাদুরাইয়ের টেম্পল সিটি হোটেলে। এই মাস্ক পোরটা (Mask parottas) দামও খুব বেশি না, মাত্র ৫০ টাকা।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট