আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ ভিন্ন ধর্মের মধ্যে বিবাহ রুখতে যোগী আদিত্যনাথ সরকার কিছুদিন আগেই ধর্মান্তকরণ অর্ডিন্যান্স পাশ করেছিল। এই ধর্মান্তকরণ রুখতে অর্ডিন্যান্স আইনে পরিনত হবার কিছু দিনের মধ্যেই হিন্দু এবং মুসলিম পরিবারের মধ্যে বিবাহ রুখে দিন উত্তর প্রদেশ পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের রাজধানী লখনউতে।
সুত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, এক মুসলিম ব্যক্তির সঙ্গে এক হিন্দু মহিলার বিয়ের কথা ছিল, কিন্তু চার হাত এক হবার আগেই বিয়ে বাড়িতে হানা দেয় পুলিশ। এবং দুই পরিবারকেই থানায় নিয়ে যাওয়া হয়, এবং মুসলিম ও হিন্দু দুই পরিবারকেই লখনউয়ের জেলা ম্যাজিস্ট্রেটের থেকে লিখত ভাবে আবেদন করার জন্য বলা হয়।
লখনউ পুলিশের এক সিনিয়র অফিসার, তাঁরা গত ২ ডিসেম্বর ভিন্ন ধর্মের বিয়ের কথা জানতে পারেন৷ এবং দুই পরিবারকেই থানায় এনে নতুন ধর্মান্তকরণ অর্ডিন্যান্স আইনে সম্পর্কে জানানো হয় এবং লখনউয়ের জেলা ম্যাজিস্ট্রেটের থেকে লিখিত অনুমতি নিতে বলা হয়। তবে জানা গিয়েছে দুই পক্ষের সম্মতিতেই এই বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। জানানো হয়েছে ম্যাজিস্ট্রেটের থেকে অনুমতি নেওয়ার পরই এই বিয়ে হবে।