Thursday, March 23, 2023

করোনা যুদ্ধে ভারত সহ দক্ষিণ এশিয়ার একাধিক দেশকে কিভাবে সাহায্য করেছে আমেরিকা? জানাল White House

Outlinebangla Digital Desk: করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কিছুটা কমলেও মৃত্যুমিছিল অব্যাহত। এইরকম অবস্থায় ভারতের পাশে দাঁড়িয়েছে বহু দেশ। চিকিৎসার সরঞ্জাম থেকে কোভিড সম্পর্কিত নানা প্রয়োজনীয় জিনিস ভারতে পাঠানো হয়েছে। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমেরিকাও।

অতিমারী পরিস্থিতিতে বুধবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি বলেন, “এখনও পর্যন্ত কোভিড মোকাবিলায় ভারতকে সবমিলিয়ে ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি মূল্যের সরঞ্জাম পাঠিয়ে সাহায্য করা হয়েছে। এর মধ্যে মার্কিন ফেডারেল এবং রাজ্য সরকারগুলি, মার্কিন কোম্পানি, সংস্থা এবং ব্যক্তিগত অনেকেরই সাহায্য রয়েছে।”

তবে এবার শুধু ভারত নয়, দক্ষিণ এশিয়ার অন্যান্য করোনা আক্রান্ত দেশগুলিকেও সাহায্য করবে আমেরিকা। এই প্রসঙ্গে জেন সাকি বলেন, “আমরা এখনও পর্যন্ত সাতটি এয়ার শিপমেন্ট পাঠিয়েছি দক্ষিণ এশিয়ায়। এর মধ্যে রয়েছে চিকিৎসা সরঞ্জাম, অক্সিজেন, অক্সিজেন সরবরাহের সরঞ্জাম, এন-৯৫ মাস্ক, ওষুধ এবং করোনার টেস্ট কিট।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,909FansLike

সর্বশেষ আপডেট