Friday, March 24, 2023

এবার ওয়েব সিরিজে দেখা যাবে সোনাক্ষিকে, পোষ্টার রিলিজ করল আমাজন প্রাইম

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ অনেকবছর সিনেমার পর্দায় অভিনয় করার পর নতুনভাবে ওয়েব সিরিজে কাজ করতে চলেছেন সোনাক্ষী সিনহা। OTT প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে তাঁর প্রথম ওয়েব সিরিজ। যদিও এখনও নাম ঠিক হয়নি ওয়েব সিরিজটির। এখানে সোনাক্ষীকে পুলিশের ভূমিকায় দেখা যাবে।

অভিনেত্রী এবং ফিল্ম সমালোচক তরন আদর্শ সোশ্যাল মিডিয়ায় ওয়েব সিরিজটির পোস্টার পোস্ট করেন। আমাজনের তরফেও ছবির পোস্টার প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়, ” নারীরা পারে না এমন কোনও কাজ নেই আমরা প্রত্যেকে এই কথাই বিশ্বাস করি। নারী দিবসে প্রাক্কালে সেইরকম একটি পদক্ষেপ।”

ওয়েব সিরিজটির পরিচালক রিমা কাগতি এবং রুচিকা ওবেরয়। প্রযোজনার দায়িত্বে রয়েছেন রীতেশ সিদওয়ানি,ফারহান আখতার, জোয়া আখতার এবং রিমা কাগতি।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট