আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ আজ রাজ্যে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। নীলবাড়ি দখলের মরিয়া লড়াইয়ে যে সমস্ত জেলাকে বিজেপি বেশি গুরুত্ব দিচ্ছেন, তার অন্যতম মালদহ। আজ সেখানেই জনসভা যোগীর। সাথে সাথে আজ উত্তরবঙ্গের ‘পরিবর্তন যাত্রাও’ শেষ হবে।
ভোটের,মুখে জনসংযোগ বাড়াতে রাজ্যসফরে আসছেন একের পর এক কেন্দ্রের হেভিওয়েট নেতা-মন্ত্রীরা। কিছুদিন আগেই কোচবিহারে জনসভা করেগিয়েছে অমিত শাহ। মালদহে “সহভোজ’ কর্মসূচী সেরে গিয়েছেন জেপি নড্ডাও। তবে গত ২৬শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গসহ ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পর বাংলায় রাজনীতির পারদ চড়িয়ে দিতে আজ গাজল কলেজ ময়দানে আসছেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।
উল্লেখ্য, গতকাল অর্থাৎ সোমবার মালদহের পুরো এলাকা জুড়ে প্রচার চালিয়েছে বিজেপি। লক্ষ্য একটাই বাংলা দখল। তাই আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে জোরকদমে প্রচার চালাচ্ছে গেরুয়া শিবির। তবে আজ এই সমাবেশ ছাড়া অন্যকোনো পরিকল্পনা রাখা হয়নি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আজকের সভা ঘিরে গেরুয়া শিবিরের তৎপরতা তুঙ্গে।