Unlock 4 Guidelines: ১ সেপ্টেম্বর থেকে সারাদেশে কী বন্ধ থাকছে ও কী কী খুলছে জেনে নিন

আউটলাইন বাংলা ডেস্কঃ করোনা সংক্রমণ রুখতে নানান প্রন্থা অবলম্বন করার সাথে সাথে পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরতে মরিয়া চেষ্টা চালাচ্ছে গোটা দেশ। এমন পরিস্থিতির মাঝেই গতকাল অর্থাৎ শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA) আনলক-৪ (Unlock 4) এর নির্দেশিকা (Guidelines) জারি করল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ওই নির্দেশিকায় জানিয়েছে, আগামী ৭ সেপ্টেম্বর থেকে গোটা দেশে ধাপে ধাপে করোনা সংক্রান্ত বিধি মেনে চলবে মেট্রো (Metro)।

এবং আগামী ২১ সেপ্টেম্বর থেকে ওপেন থিয়েটার চালু হতে পারে। এছাড়াও জানানো হয়েছে আগামী ২১ সেপ্টেম্বর থেকে সামাজিক, শিক্ষামূলক, বিনোদন, সাংস্কৃতিক ও ধর্মীয় স্থানে ১০০ জনের জমায়েত করার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

তবে কন্টেইনমেন্ট জোন গুলিতে কড়া লকডাউন জারি থাকবে। বন্ধ থাকবে সিনেমা হল, বন্ধই থাকবে শিক্ষা প্রতিষ্ঠান ও সুইমিং পুল। এবং আগামী ৩০ সেপ্টম্বর পর্যন্ত স্কুল, কলেজ-সহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধই থাকবে। এছাড়াও বন্ধ থাকছে আন্তর্জাতিক বিমান পরিষেবা

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস