আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ ব্রিটেনে (UK) করোনাভাইরাসের (Coronavirus) নয়া প্রজাতির দাপটে নাজেহাল। এমন কঠিন পরিস্থিতির মধ্যে পূর্ব নির্ধারিত ভারত সফর বাতিল করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson)।
প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদি (Narendra Modi) আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে প্রধান অতিথি হিসেবে বরিস জনসনকে (Boris Johnson) ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। গতকাল অর্থাৎ মঙ্গলবার ব্রিটেনের প্রধানমন্ত্রী দফতর থেকে জানিয়ে দেওয়া হয়, ব্রিটেনের (UK) কঠিন পরিস্থিতির কথা মাথায় রেখেই বরিস জনসনের (Boris Johnson) ভারত সফর বাতিল করা হল।
British Prime Minister Boris Johnson today cancelled a planned trip to India later this month, citing the need to oversee the pandemic response at home: Reuters
UK PM Boris Johnson was to be the chief guest at the Republic Day celebrations on January 26. https://t.co/qLPgfnPMAK
— ANI (@ANI) January 5, 2021
ইউনাইটেড কিংডমে গতকাল থেকেই ফের লকডাউন জারি হয়েছে। করোনাভাইরাসের নতুন প্রজাতি দ্রুতহারে বৃদ্ধি পাচ্ছে দেশজুড়ে। দেশের এমন কঠিন পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রীর দেশে থাকা অত্যন্ত জরুরি। গত ২৭ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)-র সঙ্গে টেলিফোনিক কথোপকথনের মাধ্যমে বরিস জনসনকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। প্রসঙ্গত, ১৯৯৩ সালে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ভারতে এসেছিলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী জন মেজর। তবে এতগুলো বছরের ব্যবধানে ২০২১-এ ফের ব্রিটেনের প্রধানমন্ত্রীর দেশে আসার কথা হলেও, করোনাভাইরাসের নতুন প্রজাতির জেরে তা আপাতত ব্যর্থ।