আউটলাইন বাংলা ডেস্কঃ অবশেষে রাজ্যে স্নাতক ও স্নাতকোত্তরের ফাইনাল সেমেস্টার এবং চূড়ান্ত বর্ষের পরীক্ষা অক্টোবরে নেওয়া নিয়ে লিখিত সম্মতি দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সম্মতি জানিয়ে চিঠি পাঠিয়েছে ইউজিসি।
সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে রাজ্যের আবেদনের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের পাঠানো চিঠির প্রস্তাব মেনে ৩০ সেপ্টেম্বরের পরিবর্তে ১ থেকে ১৮ অক্টোবর কলেজ-বিশ্ববিদ্যালয়ে ফাইনাল সেমেস্টার বা বর্ষের পরীক্ষা গ্রহণে সম্মতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। এছারাও ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট ফাইনাল পরীক্ষার ফলপ্রকাশের একটি প্রস্তাব দিয়েছিল উচ্চশিক্ষা দপ্তর। সেটিও মেনে নিয়েছে ইউজিসি।
তবে ফল্প্রকাশের পরে স্নাতকোত্তর এবং পিএইচডি-তে ভর্তির ক্ষেত্রে কোনরকম দেরি করা যাবে না, যত তারাতারি সম্ভব পঠন-পাঠন শুরু করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, ১ নভেম্বর থেকে স্নাতকোত্তরের ভর্তি প্রক্রিয়া শুরুর নির্দেশিকা ইতোমধ্যে জারি করা হয়েছে।