আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ আমেরিকা প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে মার্কিন কংগ্রেসের অনুমোদন সাপেক্ষে বন্ধ করা হল গুয়ান্তানামো কারাগার। রবিবার মার্কিন সাদার্ন কমান্ডের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ক্যাম্প থেকে প্রায় চল্লিশ বন্দিকে ক্যাম্প ৫ নিয়ে যাওয়া হয়েছে।
গুয়ান্তানামো কারাগার নিয়ে অনেকদিন ধরেই নানা বিতর্ক চলে। ২০০৬ সাল থেকে চলছে এই কারাগার। অভিযোগ ওঠে মার্কিন সেনা বন্দিদের উপর অত্যাচার করে। আবার কখনও অভিযোগ ওঠে বন্দি শিবিরে চুপিসারে গোপন কাজকর্ম হচ্ছে। তবে সেই সব দিকে কান না দিয়ে কারাগারের বন্দি শিবিরগুলি চালু রেখেছিল প্রশাসন। জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই গুয়ান্তানামো কারাগার বন্ধ করতে চান।
জানা যায়, ২০১১ এ ৯/১১ জঙ্গি হামলার সময় ক্যাম্প ৭ এর ৫ জন যুক্ত ছিল। তাই ওই ক্যাম্পটি তাড়াতাড়ি বন্ধ করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। শেষপর্যন্ত মার্কিন অনুমোদনে ক্যাম্প ৭ বন্ধ হচ্ছে।