Outlinebangla Desk: ভারতে করোনা পরিস্থিতি মারাত্মক হয়ে উঠেছে। বিধ্বস্ত গোটা দেশে। এই পরিস্থিতিতে বিশ্বের একাধিক দেশ ভারতের পাশে দাঁড়িয়েছে। এবার কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে ১ কোটি ৫০ লক্ষ মার্কিন ডলার দিয়ে সাহায্য করল টুইটার।
সোমবার টুইটারের সিইও জ্যাক প্যাট্রিক ডোরসি টুইট করে জানান, এই আর্থিক সাহায্য তিনটি বেসরকারি সংস্থার মাধ্যমে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে কেয়ার সংস্থাকে দেওয়া হয়েছে ১ কোটি মার্কিন ডলার এবং বাকি দুটি সংস্থা অর্থাৎ সেবা ইন্টারন্যাশনাল এবং এইড ইন্ডিয়াকে দেওয়া হয়েছে ২৫ লক্ষ মার্কিন ডলার।
সংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘টুইটারের এই অনুদান জীবনদায়ী সরঞ্জাম কেনার জন্য ব্যবহৃত হবে। ঐ টাকা দিয়ে অক্সিজেন কনসেনট্রেটর, ভেন্টিলেটর, বাই PAP, CPAP মেশিন কিনে তা সরকারি হাসপাতাল ও কোভিড-১৯ কেয়ার সেন্টার ও হাসপাতালগুলিতে বিতরণ করা হবে।’ সেবা ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ের ভাইস প্রেসিডেন্ট সন্দীপ খন্দেকর টুইটারের এই সাহায্যের জন্য ধন্যবাদ জানিয়েছেন।