আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ আমরা সকলেই জানি ভারতের কেন্দ্রীয় শাসিত অঞ্চল লাদাখের অংশ লেহ। কিন্তু টুইটার লোকেশন সার্ভিস দেখাচ্ছে লেহ চিনের অংশ। এমন লোকেশনের জেরে শুরু হয়েছে বিতর্ক। গতকাল অর্থাৎ রবিবার ভারতের এক প্রখ্যাত সাংবাদিক নীতিন গোখলে লেহ-র ওয়ার মেমোরিয়ালে গিয়েছিলেন। এবং ওই স্থান থেকেই তিনি একটি টুইটার লাইভ করেন। ঠিক তখনই জিও লোকেশন দেখা যায় লেহ-পিপসল রিপাবলিক অফ চায়না (Leh ; People’s Republic Of China)।
এই রকম লোকেশন সামনে ভেসে উঠতেই তিনি স্ক্রিনশট নেন এবং ওই স্ক্রিনশটি টুইটারে শেয়ার করেন সাংবাদিক নীতিন গোখলে। যদিও এখনও পর্যন্ত টুইটারের প্রতিক্রিয়া পাওয়া যায় নি। জেনে রাখা ভাল লেহ থেকে চার কিলোমিটার দূরে লেহ-কার্গিল যাওয়ার রাস্তা, ভারত-পাকিস্তান যুদ্ধে যে সমস্ত ভারতীয় জওয়ানরা শহিদ হয়েছেন তাদের স্মৃতিকে সম্মান দিয়েই ওই রাস্তায় স্মৃতি সৌধ নির্মাণ করা হয়েছে। আর ওই পবিত্র ভূমিকেই চিনের অংশ বলে দেখালো টুইটার।
See this Twitter! When I put Hall of Fame Leh as the location, see what it shows. I tested it deliberately.@Twitter @TwitterIndia @TwitterSupport pic.twitter.com/sGMbmjJ60c
— Nitin A. Gokhale (@nitingokhale) October 18, 2020
— Nitin A. Gokhale (@nitingokhale) October 18, 2020