আউটলাইন বাংলা ডেস্ক: রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে আবার চিনকে একহাত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ফের চিনকে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার দায়ে অভিযুক্ত করেছেন।
করোনাভাইরাসকে ‘চিনা ভাইরাস’ হিসেবে দাবি করে ট্রাম্প বলেছেন, আমেরিকা বর্তমানে একটি অদৃশ্য শত্রুর (করোনাভাইরাস) বিরুদ্ধে লড়াই করছে। তিনি বলেছেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে দেওয়ার কারণে রাষ্ট্রসংঘের উচিত চিনের কাছে ব্যাখ্যা চাওয়া। এছারাও ইরানের পরমাণু সমঝোতাকে তিনি ‘সবচেয়ে খারাপ চুক্তি’ বলে অভিহিত করেছেন।
এই চুক্তির কারনেই তিনি হওয়ার কারণে তিনি ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন।তবে ট্রাম্প যাই বলুন না কেন, রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের দেশগুলো অত্যন্ত জোরালো ভাষায় এই সমঝোতার প্রতি সমর্থন জানিয়েছে। রাষ্ট্রসংঘের কোনো লাভ না হওয়াতেই ইরানের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক মহলের বিশেষজ্ঞরা।