আউটলাইন বাংলা ডেস্ক: এবার বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে নিয়ে সিবির বদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ফেসবুকে তার মন্তব্যে সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তিনি সংবাদমাধ্যমকে জনিয়েছেন, দিল্লি যাচ্ছি, পরিচিতদের সঙ্গে দেখা হতেই পারে। অমিত শাহের সঙ্গে দেখা হওয়ার প্রসঙ্গে বলেছেন ‘দেখা হওয়াটা অস্বাভাবিক কিছু
তিনি তার ফ্যান ক্লাবের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘যদি কোনও সিদ্ধান্ত নিই, ১৬ জানুয়ারি জানাবো। অনেকেই আমাকে নিয়ে প্রশ্ন তুলছেন, আমাকে কর্মসূচিতে দেখা যাচ্ছে না কেন? কেউ কেউ চায় না আমি আপনাদের কাছে যাই। সাংসদ পরে, অভিনেত্রী হিসেবে আগে থেকেই মানুষের ভালোবাসা।’
এ প্রসঙ্গে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার কে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘যাদের একটুও আত্মসম্মান রয়েছে তাঁদের পক্ষে ওই দলে থাকা সম্ভব নয়।’ যদিও সৌগত বাবু বলেছেন, শতাব্দীর দল ছাড়ার বিষয়ে তাঁর কিছুই জানা নেই, এমন কোনও খবর তাঁর কাছে আসেনি। কাল পর্যন্ত জল্পনার যা অভ্যাস ছিল, আজ শতাব্দী রায় এর দিল্লি যাওয়ার খবরে জল্পনা তুঙ্গে উঠেছে। এখন শুধু সময়ের অপেক্ষা। সময় পেরলেই বোঝা যাবে ক কথাই থাকছেন।