জ্বালানির মূল্যবৃদ্ধিতে প্রতিবাদ বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের

নিজস্ব প্রতিবেদন রিন্টু পাঁজা বীরভূম: পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধি। কেন্দ্র সরকারের অভাবনীয় মূল্যবৃদ্ধি গ্যাস, পেট্রোল ডিজেল তার জন্যে মানুষ নাভিশ্বাস হয়ে পড়েছে। মানুষ প্রায় দুর্ভিক্ষের অন্তরায় হয়ে পড়েছে এই দাবি নিয়ে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি বীরভূম জেলার প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ।

আজ রবিবার সকাল ১১ টা নাগাদ বীরভূম জেলার রামপুরহাট এর ডাকবাংলা পেট্রোল পাম্পে বিক্ষোভ দেখায় রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেস অন্যদিকে বীরভূমের সব থেকে বড় গ্রাম মাড়গ্রাম সেখানেও বিকেল ৪ টে নাগাদ মাড়গ্রাম হাতিবাঁধা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল করে বুড়োপীর তলায় বিক্ষোভ দেখায় মাড়গ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস।

এদিন বিক্ষোভে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী সাহারা মন্ডল, মাড়গ্রাম ২অঞ্চল প্রেসিডেন্ট শিপন শেখ, এছাড়াও মাড়গ্রাম ১ ও ২ নম্বরের প্রধান সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস