নিজস্ব প্রতিবেদনঃ বীরভূমঃ পরিবেশকে ভালোবাসা আমাদের প্রত্যেকের দায়িত্বের মধ্যে পরে। দূষণ প্রতিকার করতে ও সুন্দর শ্যামল পরিবেশ গড়ে তুলতে বনসংরক্ষণ ও বৃক্ষরোপণ করতে হবে আমাদের প্রত্যেককে। পরিবেশকে সুস্থ রাখতে ও সুন্দর করে তোলার উদগ্যে আজ কোটাসুর মদনেশ্বর শিব মন্দির প্রাঙ্গনে প্রায় দেড়শো দেবদারু গাছের চারা রোপন করা হল। গ্রামের বিভিন্ন জায়গা থেকে দেবদারু গাছের চারা সংগ্রহ করে এনে লাগানো হয়।
দেখা গিয়েছে কচি-কাঁচারাও যথেষ্ট উদ্যোগের সাথে হাত মিলিয়েছিল এই মহৎকর্মে। মন্দির সংলগ্ন উঁচু থেকে নিচু জায়গায় সারিবদ্ধ ভাবে এই চারা গাছ গুলিকে লাগানো হয়েছে। প্রাক অরণ্য সপ্তাহের প্রাক্কালে এই ধরণের কাজ করে গ্রামের ছেলেরা গাছ লাগানো ও পরিবেশ বাঁচানোর বিশেষ বার্তা দিয়েছে।
চারিদিকে বৃক্ষনিধন ও অরণ্যধ্বংসের কুফলের কথা মাথায় রেখে এই ধরণের সচেতনতামূলক কর্মসূচী ইতিমধ্যেই গ্রামের মানুষের কাছে প্রসংশা কুড়িয়েছে। তারা আগামীতেও নানান জায়গা থেকে বিভিন্ন ধরণের বৃক্ষের চারা সংগ্রহ করে তা রোপণ করে মন্দির ও গ্রাম্য এলাকার পরিবেশকে আরো সুন্দর ও প্রকৃতিময় করে তুলতে বদ্ধ পরিকর।