Outlinebangla: প্রত্যেক মহিলার জীবনপর্বে রিপ্রোডাক্টিভ সময়ে সম্পূর্ণ তাঁর ইচ্ছায় শরীর থেকে ডিন্বাণু নিঃসরণ করা হয়। এবং সেটাকে হিমায়িত ভাবে সংরক্ষণ করে রাখা হয়। এই বিশেষ পদ্ধতিটিকে oocyte cryopreservation বলা হয়। ১৯৮৬ সালে হিমায়িত ডিম্বাণু থেকে প্রথম সন্তান লাভের খবর মেলে। তবে এই প্রক্রিয়া সুবিধাজনক হলেও ব্যয় বহুল। বলিউডের একাধিক তারকা (Bollywood Stars) রয়েছেন যারা পেশার দৌলতে ব্যাস্ত থাকার দরুন, ব্যক্তিগত জীবনে সময় দিতে পারেন না (Bollywood Stars)। অনেক সময় নিজের সৌন্দর্যের কথা ভেবে শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে যান না। তবে কখনওই মা হবেন না এমনটা কিন্তু নয়। এই ভাবনা থেকেই ডিম্বাণু সংরক্ষণের সিদ্ধান্ত।
Priyanka Chopra:
সম্প্রতি বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া জানিয়েছেন তিনি নিজের ডিম্বাণু হিমায়িত করে রেখেছিলেন। অভিনেত্রীকে এই বিষয়ে পরামর্শ দিয়েছে তাঁর মা মধু চোপড়া। মধু চোপড়া পেশায় একজন ওবেস্টেট্রিসিয়ান গাইনোকলজিস্ট। গতবছর মা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)।
Tanishaa Mukerji:
বলিউড অভিনেত্রী কাজলের বোন তথা প্রাক্তন বিগ বস প্রতিযোগিণী তনিশা মুখোপাধ্যায়ও জানিয়েছেন তিনি ৩৯ বছর বয়সে ডিম্বাণু সংরক্ষণ করেছিলেন। বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি।
Mona Singh:
পেশার দৌলতে ব্যস্ত জীবন। লাল সিং চাড্ডা অভিনেত্রী মোনা সিং (Mona Singh) ৩৪ বছর বয়সে ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছিলেন।
Ektaa Kapoor:
প্রযোজক ও পরিচালক একতা কপূর। ডিম্বাণু সংরক্ষণ করেছিলেন ৩৬ বছর বয়সে। তিনি ২০১৯ সালে সারোগেসির মাধ্যমে মা হয়েছেন।
Rakhi Sawant:
বিগ বস-এ রাখি সাওয়ন্ত জানিয়েছিলেন তিনি মা হতে চেয়ে ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছিলেন।
Diana Hayden:
প্রাক্তন বিশ্বসুন্দরী ডায়না হেডেনও ডিম্বাণু সংরক্ষণ করিয়েছিলেন। সংরক্ষিত ডিম্বাণুর সাহায্যে দুই সন্তানের জন্মও দিয়েছেন।
Ridhima Pandit:
টিভি অভিনেত্রী রিধিমা পণ্ডিতও ডিম্বাণু সংরক্ষণ করিয়েছিলেন। এই বিষয়ে তিনি বলেছিলেন যে ডিম্বাণু সংরক্ষণ করার বিষয়টি তার মনে দীর্ঘদিন ধরে ছিল। এই সিদ্ধান্তে তিনি গর্বিত।
আরও পড়ুনঃ Bollywood Movies: টুকলিতেই ব্লকবাস্টার বলিউড
আরও পড়ুনঃ Classic bengali movies: কিছু কালজয়ী সিনেমা যে গুলি না দেখলই নয়..