Friday, March 24, 2023

রাজ্যে আগামিকাল ছুটি ঘোষণা, পালিত হবে সাতদিনের রাষ্ট্রীয় শোক

আউটলাইন বাংলা ডেস্কঃ আগামিকাল অর্থাত্ মঙ্গলবার সরকারি ছুটি ঘোষণা করল রাজ্য সরকার৷ মঙ্গলবার সমস্ত রাজ্য সরকারি অফিস, প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানালেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়৷ নিয়ম অনুযায়ী প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে পালিত হবে সাতদিনের রাষ্ট্রীয় শোক ৷ সারা দেশে সমস্ত সরকারি দফতরে ও সরকারিভাবে উত্তোলিত জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে ৷ এই কয়েকদিন সমস্ত সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান বাতিল ৷

মঙ্গলবার সমস্ত রাজ্য সরকারি অফিস, প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়৷ স্বরাষ্ট্র সচিব জানান, ‘প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ৷ প্রণববাবুর সম্মানে আগামিকাল অর্থাত্ মঙ্গলবার রাজ্য সরকার পূর্ণ দিবস ছুটি ঘোষণা করছে৷ যদি প্রাক্তন রাষ্ট্রপতির শেষকৃত্য আগামিকাল না হয়ে অন্য কোনও দিন হয়, তা হলে সেই দিন পূর্ণদিবস ছুটি থাকবে৷’

প্রণববাবুর মৃত্যুতে ভারতীয় রাজনীতির এক বিরাট অধায়ের অবসান হল বলে মনে করা হচ্ছে। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ বয়স হয়েছিল ৮৪ বছর৷ আজ সোমবার দিল্লির সেনা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ৷

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট