আউটলাইন বাংলা ডেস্ক: শুরু হয়ে গিয়েছে ৮ দফার নির্বাচন। ভোটের আবহে চড়চড় করে পারদ চড়ছে রাজনৈতিক মহলে। এমন পরিস্থিতির মধ্যে গল্পের ছলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)। সম্প্রতি ফেসবুক (Facebook) হ্যান্ডেলে তিনি একটি ভিডিও শেয়ার করেন। ওই ভিডিওর শুরুতেই বলেন, স্বর্গে গিয়ে একজন দেখলেন রাষ্ট্র নায়কদের নামে একটি করে ঘড়ি আছে। রাষ্ট্র নায়কদের নামে ঘড়ি রাখা কেন জানতে চাইলে, পাশে দারিয়ে থাকা এক ব্যাক্তি বলেন রাষ্ট্রনায়করা একটা করে মিথ্যে বললে, ঘড়ির একটি করে কাঁটা নড়ে যায় নির্দিষ্ট জায়গা থেকে। একের পর এক কাঁটা নড়ে যাওয়ায় বোঝা যায়, কোন রাষ্ট্রনেতা কটা করে মিথ্যে বললেন।
পরক্ষনেই লোকটি জানতে চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘড়িটি কোথায়? তখন জানতে পারে পৃথিবীর প্রত্যেক রাষ্ট্রনায়কের ক্ষেত্রে ওই নিয়ম প্রযোজ্য হলেও, মোদীর ক্ষেত্রে তা অন্যরকম। মোদীর কথা বা বক্তব্যের জন্য ঘড়ি নয়, সিলিং ফ্যানের ব্যবহার করা হয়। যদিও অভিনেতা বলেন এই মজার গল্পটি তাঁর নিজের নয়। আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের সময় ওই গল্পটি ভাইরাল হয়। যা এখন মোদীর ক্ষেত্রে প্রযোজ্য।
দেখে নিন ভিডিওটিঃ