আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ গত কয়েকদিন থেকেই জল্পনা শুরু হয়েছিল অভিনেত্রী পায়েলকে নিয়ে। তবে এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজ বিজেপিতে (BJP) যোগ দিলেন অভিনেত্রী পায়েল সরকার (Actor Payel Sarkar)। বিজেপির রাজ্য় সভাপতি দিলীপ ষোষ অভিনেত্রীর হাতে বিজেপির পতাকা তুলে দেন।
আসন্ন নির্বাচনে দলবদলের পালা অব্যহত। গত গত ১৭ ফেব্রুয়ারি অভিনেতা যশ দাশগুপ্ত, হিরণ চট্টোপাধ্যায়, পাপিয়া অধিকারী, সৌমিলি ঘোষ গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। অন্যদিকে বুধবার হুগলির সাহাগঞ্জে জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হাত ধরে জোড়াফুল শিবিরে যোগ দেন অভিনেতা সৌরভ দাস থেকে কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষ, মনোজ তিওয়ারি।
West Bengal: Actor Payel Sarkar joins BJP, in Kolkata. State party chief Dilip Ghosh and national president JP Nadda also present. pic.twitter.com/dmzMLGpZoW
— ANI (@ANI) February 25, 2021
এরপরই মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী পায়েল সরকার। বলা চলে এবারের আসন্ন নির্বাচনে তারকা বনাম তারকার লড়াই দেখা যাবে।