আউটলাইন বাংলা ডেস্কঃ শহরজুড়ে গত কয়েকদিন ধরে বেশ মনোরম আবহাওয়া (Weather Report) বিরাজ করছে। সকাল থেকেই চারিদিকে হালকা ঠাণ্ডা বাতাস বইছে চারিদিকে। তবে আবহাওয়া দফতর সুত্রে খবর আজ থেকে বাড়বে তাপমাত্রা (Today Weather Report)। আগামী তিন-চার দিনে ৩ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা বাড়বে।
দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি পরিষ্কার থাকবে। আগামি ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় পরিষ্কার আকাশ। আজ সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২২.৩ ডিগ্রি। এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ।
আবহাওয়া দফতর সুত্রে খবর নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তরপূর্ব ভারতের ওপর অবস্থান করছে। এর প্রভাবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি তে হালকা থেকে ভারী বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস।