Friday, March 31, 2023

ভ্যাপসা গরম থেকে মুক্তি রাজ্যবাসীর, আজও শহরে বৃষ্টিপাতের সম্ভাবনা

আউটলাইন বাংলা ডেস্কঃ অবশেষে তীব্র ভ্যপসা গরম থেকে মুক্তি রাজ্যবাসীর। গতকাল সোমবার বিকাল থেকেই রাজ্যের একাধিক জেলায় শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। আজ মঙ্গলবারও চলবে দিনভর বৃষ্টি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে, এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর (Weather Report)।

চলতি সপ্তাহের শনিবার পর্যন্ত উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত। আবহাওয়া দফতর (Weather Report) সুত্রে খবর, গত কয়েক দিনে দক্ষিনবঙ্গে প্রচুর পরিমানে জলীয়বাষ্প ঢুকেছে, সঙ্গে ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবর্ত বিরাজমান। যার জেরে চলতি সপ্তাহের শনিবার পর্যন্ত চলবে বৃষ্টি। সঙ্গি থাকবে ঝোড়ো হাওয়া।

আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস । বাতাসে জলীয়বাষ্পের পরিমান ৭৬ শতাংশ। কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর(Weather Report)। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট