WB Assembly Elections 2021: ভোটদাতাদের রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানিয়ে টুইট মোদির

আউটলাইন বাংলা ডেস্ক: ২০২১ বিধানসভা ভোটের আজ প্রথম দফা। আজ থেকে শুরু হচ্ছে ৮ দফার নির্বাচন। জঙ্গলমহল দিয়ে শুরু হচ্ছে প্রথম দফার ভোটগ্রহণ (West Bengal Election 2021)। প্রথম দফায় দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামের ৩০ কেন্দ্রে ভোটগ্রহণ। মোট ১০ হাজার ২৮৮ বুথে ভোটগ্রহণ হবে।

ভোট গ্রহনের দিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইট করে লিখেছেন, “পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আজ প্রথম পর্যায়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। যে বিধানসভার আসনগুলিতে ভোটগ্রহণ হচ্ছে, সেখানকার ভোটদাতাদের আমি রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানাই।”

আজ সকল মানুষদের ভোট দেবার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ সকালেই তিনি টুইটে লিখেছেন, বাংলার সকল মানুষকে আমি অনুরোধ করব নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সবাই আসুন, ভোট দিন।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস