আউটলাইন বাংলা ডেস্কঃ আজ নির্বাচনী প্রচারে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মোদী। আগামী ২৭ মার্চ প্রথম দফাতেই ভোট হবে গোটা পুরুলিয়া জেলায়। তাই ফের একবার জনসংযোগে শান দিতে পুরুলিয়ার ভাঙড়া মোড়ে জনসভা করবেন তিনি। তবে বাংলায় আসার আগে বুধবার রাতে বাংলায় টুইট করেছেন প্রধানমন্ত্রী।
টুইটে লিখেছেন, ১৮ মার্চ আমি আমার পশ্চিমবঙ্গের ভাই ও বোনেদের মধ্যে উপস্থিত থাকার সুযোগ পেয়ে আনন্দিত। আমি পুরুলিয়ায় একটি জনসভায় বক্তব্য রাখব। পশ্চিমবঙ্গ জুড়ে পরিবর্তনের আকাঙ্খা জেগেছে। বিজেপির সুশাসনের কর্মসূচি জনগণের মধ্যে এক সুরেলা ধ্বনি তুলেছে।
আগামীকাল, ১৮ই মার্চ আমি আমার পশ্চিমবঙ্গের ভাই ও বোনেদের মধ্যে উপস্থিত থাকার সুযোগ পেয়ে আনন্দিত। আমি পুরুলিয়ায় একটি জনসভায় বক্তব্য রাখবো। পশ্চিমবঙ্গ জুড়ে, পরিবর্তনের আকাঙ্খা জেগেছে। বিজেপি-র সুশাসনের কর্মসূচী জনগণের মধ্যে এক সুরেলা ধ্বনি তুলেছে।
— Narendra Modi (@narendramodi) March 17, 2021