Wednesday, March 22, 2023

Petrol-Diesel Prices: দাম কমল পেট্রোল ও ডিজেলের, দেখে নিন আজকের দাম

আউটলাইন বাংলা ডেস্ক: কমল পেট্রোল ও ডিজেলের দাম। (Petrol, Diesel Prices)। দাম কমার জেরে অনেকটাই স্বস্তিতে সাধারণ মানুষ ৷ স্থানীয়ভাবে ভ্যাট-র ওপর নির্ভর করে বিভিন্ন রাজ্যে জ্বালির দামে তারতম্য হয়। তেল বিপণন সংস্থাগুলি বৈদেশিক মুদ্রার হারের যে কোনও পরিবর্তনকে বিশ্ব বাজারে দামের ওঠানামার সঙ্গে দেশে জ্বালানির দাম ঠিক করে।

আজ বৃহস্পতিবার দাম কমায় দিল্লিতে লিটার প্রতি পেট্রলের দাম ৯০ টাকা ৭৮ পয়সা। দিল্লিতে লিটার প্রতি ডিজেলের দাম ৮১ টাকা ১০ পয়সা। মুম্বাইয়ে লিটার প্রতি পেট্রলের দাম ৯৭ টাকা ১৯ পয়সা। ডিজেলের দাম ৮৮ টাকা ২০ পয়সা।

কলকাতায় আজ লিটার প্রতি পেট্রলের দাম ৯০ টাকা ৯৮ পয়সা। এবং ডিজেলের দাম ৮৩ টাকা ৯৮ পয়সা। চেন্নাইয়ে এক লিটার পেট্রলের দাম ৯২ টাকা ৭৭ পয়সা, এবং ডিজেলের দাম ৮৬ টাকা ১০ পয়সা।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট