আউটলাইন বাংলা ডেস্কঃ প্রতিদিন একটু একটু করে বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। সরকারি তেল সংস্থাগুলি লাগাতার বাড়িয়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। আজ ৯০ এর ঘরে জ্বালানি তেল।
লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির ফলে আজ কলকাতায় লিটার পিছু পেট্রোলের দাম ২৮ পয়সা বেড়ে হল ৯০.০১ টাকা। অন্যদিকে ৩২ পয়সা বেড়েছে ডিজেলের দাম ৮২.৬৫ টাকা। বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম বেড়েছে, এই কারনেই ভারতে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে পেট্রোল ও ডিজেলের দাম।
আজ রাজধানি শহর দিল্লীতে লিটার প্রতি পেট্রোলের দাম ৮৮.৭৪ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি দাম হয়েছে ৭৯ টাকা। এবং মুম্বইতে প্রতি লিটারে পেট্রোলের দাম ৯৫ টাকারও বেশি, এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৮৬.০৮ টাকা।