Friday, March 31, 2023

WB Assembly Elections 2021: ক্ষুদ্র শিল্পে ৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগ হবে, ঘোষণা মমতার

আউটলাইন বাংলা ডেস্কঃ আজ ভোট প্রচারে পশ্চিম মেদিনীপুরের সভার পর খড়্গপুরের সভায় মমতা ব্যানার্জি, বক্তব্য রাখতে গিয়ে বলেন, ক্ষুদ্র শিল্পে ৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগ হবে। এছাড়াও পড়ুয়াদের জন্য ১০ লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হবে। তৃণমূল সরকার দ্বিগুণ শিক্ষক নিয়োগ করবে।

বহিরাগত গুণ্ডাদের কাছে বাংলা ছেড়ে দেওয়া যাবে না। মোদি বলেছিলেন ১৫ লক্ষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেবে, দিয়েছে ? প্রশ্ন মমতার। কটাক্ষের সুরে বলেন, পরিবর্তন স্লোগান তো তৃণমূলের বানানো, শুধু টুকলি করে বিজেপি।

রেলকর্মীদের কাছে আবেদন জানিয়ে বলেন, বিজেপিকে একটা ভোটও নয়। রেলমন্ত্রী থাকাকালীন আমি কত ভাল করে চালিয়েছি, কিন্তু আজ ওরা বিক্রি করে দিচ্ছে। তারপরই বলেন দুঃসহ গরমের থেকেও দুঃসহ অত্যাচার বিজেপির। তুমি সাধু হলে আজ, আর আমি আজ চোর বটে।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট