আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আজ বাম-কংগ্রেসের ডাকে ব্রিগেড সমাবেশ (Brigade Rally)। সমাবেশের শুরুতেই নিহত মইদুল ইসলাম মিদ্যার জন্য গান ধরে নীলাব্জ নিয়োগী, যিনি “টুম্পা সোনার” প্যারোডি গেয়েছিলেন। এদিন বুদ্ধবার্তা সঙ্গে নিয়েই বিগ্রেড ময়দানে বামফ্রন্ট। বাম-কংগ্রেসের যৌথ সমাবেশে বক্তব্য রাখেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। বক্তব্য রাখেন পীরজাদা আব্বাস সিদ্দিকিও।
এদিন অধীররঞ্জন চৌধুরী বলেন, আগামী দিনে TMC-BJP থাকবে না। থাকবে শুধু সংযুক্ত মোর্চা। বাংলায় শুধু হতাশা, নৈরাস্য। এবার আমরাই সরকার বদলাব। আজকের সমাবেশ প্রমান করে দিয়েছে আগামী নির্বাচন TMC-BJP নয়।
এদিন আব্বাস সিদ্দিকি বলেন, আজ আমাদের প্রথম ব্রিগেড। আমরা এবার যেখানে যেখানে বামপন্থি প্রার্থী দেবে, সেখানেই ওদের জেতাব, মাতৃভূমিকে রক্ষা করব। তারপরই সুর চড়িয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার স্বাধীনতা কেড়েছে। মমতা নারী স্বাধীনতা কেড়ে নিয়েছে। আমরা শিল্প তৈরি করব। গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মহাজোট সময়ের প্রয়োজন। তৃণমূল-বিজেপিকে উৎখাত করব