Wednesday, March 22, 2023

আজ বৃহস্পতিবার এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা ও রুপোর দাম

আউটলাইন বাংলা ডেস্কঃ প্রতিদিন সোনার দামে বিভিন্ন পরিবর্তন হচ্ছে, কখনও বা কমেছে আবার কখনও বা বেড়েছে। বিশ্ব অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে সোনার দামেও ওঠা নামা চলতেই থাকে। আজ বৃহস্পতিবার কলকাতায় সোনা ও রুপোর অনেকটাই বেড়েছে। আসুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের সোনা ও রুপোর দাম।

আজ কলকাতায় ২২ ক্যারেট সোনার দামঃ

১ গ্রাম সোনার দাম ৪,৭৭৫ টাকা।
৮ গ্রাম সোনার দাম ৩৮,২০০ টাকা।
১০ গ্রাম সোনার দাম ৪৭,৭৫০ টাকা।
১০০ গ্রাম সোনার দাম ৪,৭৭,৫০০ টাকা।

আজ কলকাতায় ২৪ ক্যারেট সোনার দামঃ

১ গ্রাম সোনার দাম ৪,৯০৪ টাকা।
৮ গ্রাম সোনার দাম ৩৯,২৩২ টাকা।
১০ গ্রাম সোনার দাম ৪৯,০৪০ টাকা।
১০০ গ্রাম সোনার দাম ৪,৯০,৪০০ টাকা।

আজ কলকাতায় রুপোর দাম প্রতি গ্রাম/কেজিঃ

১ গ্রাম রুপোর দাম ৪৮.৪৬ টাকা।
৮ গ্রাম রুপোর দাম ৩৮৭.৬৮ টাকা।
১০ গ্রাম রুপোর দাম ৪৮৪.৬০ টাকা।
১০০ গ্রাম রুপোর দাম ৪,৮৪৬ টাকা।
১ কেজি রুপোর দাম ৪৮,৪৬০ টাকা।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট