নববর্ষের মরশুমে সোনা-রুপোর দাম কমল না বাড়ল? দেখে নিন একনজরে

আউটলাইন বাংলা ডেস্কঃ আমরা প্রত্যেকেই বিশ্বাস করি ‘সোনা’ (Gold) জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। তাই আমরা অনেকেই খেয়াল রাখি সোনার দাম বাড়ল না কমল? আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে আজ অর্থাৎ শনিবার কলকাতায় সোনা-রূপোর বাজারদর (Gold & Silver) কত দেখে নিন একনজরে।

আজ কলকাতায় ২২ ক্যারেট সোনার দামঃ
১ গ্রাম সোনার দাম ৪,৫৪৫ টাকা,
৮ গ্রাম সোনার দাম ৩৬,৩৬০ টাকা,
১০ গ্রাম সোনার দাম ৪৫,৪৫০ টাকা,
১০০ গ্রাম সোনার দাম ৪,৫৪,৫০০ টাকা।

আজ কলকাতায় ২৪ ক্যারেট সোনার দামঃ
১ গ্রাম সোনার দাম ৪,৮১৫ টাকা,
৮ গ্রাম সোনার দাম ৩৮,৫২০ টাকা,
১০ গ্রাম সোনার দাম ৪৮,১৫০ টাকা,
১০০ গ্রাম সোনার দাম ৪,৮১,৫০০ টাকা।

আজ কলকাতায় রুপোর দাম প্রতি গ্রাম কেজিঃ
১ গ্রাম রুপোর দাম ৬৭ টাকা,
৮ গ্রাম রুপোর দাম ৫৩৬ টাকা,
১০ গ্রাম রুপোর দাম ৬৭০ টাকা,
১০০ গ্রাম রুপোর দাম ৬,৭০০ টাকা,
১ কেজি রুপোর দাম ৬৭,০০০ টাকা।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস