Sunday, March 26, 2023

দলবদলের জল্পনার মধ্যেই সরলাকে সরিয়ে নয়া প্রার্থী হবিবপুরে

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ দলবদলের জল্পনার মধ্যেই সরলাকে সরিয়ে নয়া প্রার্থী হবিবপুরে। ভোটের মুখে রাজনৈতিক দল গুলিতে শুরু হয়েছে দল বদলের হিরিক। তৃণমূলের প্রার্থী ঘোষণার পরই হবিবপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সরলা মুর্মুর (sarala murmu) বিজেপিতে যোগদানের জল্পনা শুরু হয়েছে। ক্রমশ বাড়ছে দল বদলের জল্পনা। তারইমধ্যে ‘শারীরিক অসুস্থতার’ কারণে তাঁকে হবিবপুরের প্রার্থীপদ থেকে সরিয়ে দিল রাজ্যের শাসকদল। এবং সরলা মুর্মুর পরিবর্তে প্রদীপ বাক্সেকে টিকিট দেওয়া হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, আজই বিজেপিতে যোগ দিতে পারেন মালদার হবিবপুরের তৃণমূল প্রার্থী সরলা মুর্মু। তবে তিনি একা না তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা মালদা জেলা পরিষদের বেশ কয়েকজন সদস্যের।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট