ভোটের মুখে তৃণমূলের ৪ কেন্দ্রের প্রার্থী বদল

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ ভোটের মুখে (West Bengal Assembly Election 2021) তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থী বদল। নদিয়া জেলার কল্যাণীর নির্বাচনী এলাকা (নম্বর৯২), উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের নির্বাচনী এলাকা (নম্বর ১০১) এবং আমডাঙ্গার নির্বাচনী এলাকা (নম্বর ১০২)এবং বীরভূম জেলার দুবরাজপুরের ২৮৪ নম্বর নির্বাচনী এলাকার প্রার্থী বদল করা হয়েছে।

তৃণমূল কংগ্রেসের (TMC) নতুন প্রার্থী তালিকা হল, নদিয়ার অনিরুদ্ধ বিশ্বাস, অশোকনগরের নাম নারায়ণ গোস্বামী, আমডাঙায় রফিকুর রহমান এবং দুবরাজপুরে দেবব্রত সাহা।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস