আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি সাংসদ তিরথ সিং রাওয়াত। সুত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, আগামী বছর বিধানসভা ভোটের আগে পর্যন্ত দায়িত্ব সামলাবেন তিনি। আজ (বুধবার) বিকেল চারটের সময় শপথগ্রহণ করবেন তিনি।
তিরথ সিং রাওয়াতের নাম মুখ্যমন্ত্রী পদে ঘোষণা হতেই তিনি বলেন, “আমি ত্রিবেন্দ্র সিং রাওয়াতের নেতৃত্বে একজন মন্ত্রী ছিলাম। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডার কাছে কৃতজ্ঞ। এই দিনটি আসার কথা আমি কখনই ভাবিনি।”
গত কয়েকদিন ধরে বিজেপি রাজ্য ইউনিটের অভ্যন্তরীণ অসন্তোষের কারণে উত্তরাখণ্ডে রাজনৈতিক কোন্দলের সৃষ্টি হয়েছিল। প্রাক্তন ত্রিবেন্দ্র সিং রাওয়াতের কার্যকারিতা ও ‘সরকার চালানোর ধরন’ নিয়ে বেশ কয়েকজন বিধায়ক এবং নেতা অসন্তুষ্ট ছিলেন। এই বিষয়ে বিধায়কদের প্রশ্নের মুখে পড়েছিলেন প্রাক্তন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। রাজনৈতিক কোন্দলের মধ্যে গতকাল অর্থাৎ মঙ্গলবার বিকেলে রাজ্যপাল বেবি রানি মৌর্যের সঙ্গে দেখা করে ইস্তফা দেন ত্রিবেন্দ্র।