আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ পড়ায় ফাঁকি দেবার জন্য নানারকম দুষ্টু বুদ্ধি বার করে খুদেরা। স্কুল হোক বা অনলাইন ক্লাস কামাই করার জন্য নানা বাহানা করে খুদেরা। ফলে বাবা-মা থেকে শিক্ষক-শিক্ষিকা সবারই প্রায় নাজেহাল অবস্থা।
এই রকমই এক ঘটনা ঘটেছে সুইজারল্যান্ডের বাসেলের ক্রিসগার্টেন হাইস্কুলে। সেই স্কুলের তিন ছাত্র স্কুল কামাই করার জন্য ফন্দি করে নকল করোনা পজিটিভ সার্টিফিকেট বের করে। ফলে স্কুল কর্তৃপক্ষ গোটা ক্লাসের ২৫ জন ছাত্রদের কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্ত নেয়। এর সাথে শিক্ষকরাও গৃহবন্দী হয়ে পড়েন।
ছাত্রদের এইরকম ঘটনাকে শিশুসুলভ ঘটনা বলে দেখছেন না স্কুল কর্তৃপক্ষ। ব্যাপারটি জানার পর ওই তিন ছাত্রের বিরুদ্ধে কড়া শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্কুল কর্তৃপক্ষ