আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ আর্জেন্টিনার আকাশে হটাৎ দেখা মিলল মশার স্তম্ভ। যা টর্নেডো বললেও কিছু ভুল হবে না। মনে হচ্ছে যেন ধেয়ে আসছে টর্নেডো। এবার সব গুঁড়িয়ে দিয়ে চলে যাবে। কিন্তু না, টর্নেডো না। আসলে তা হল মশার ঝাঁক। আর্জেন্টিনায় দেখা গেছে এমন দৃশ্য। নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও।
বুয়েনস আয়ার্সের হাইওয়েতে যিনি ভিডিও তুলেছেন এমন দৃশ্য দেখে ভিডিওয় তাঁকে আতঙ্কিত সুরে স্প্যানিশ ভাষায় বলতে শোনা গিয়েছে, “এটা ক্রমেই বড় হচ্ছিল। এমনটা আমি এর আগে কখনও দেখিনি।“ জুয়ান জোস গার্সিয়া নামের এক বিশেষজ্ঞের দাবি, বুয়েনস আয়ার্সে কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে। ফলে অনেক জায়গায় জল জমেছে। সেই জলে ইচ্ছেমতো ডিম পেড়েছে মশার দল। যার জন্য এদের সংখ্যা এত বেড়েছে। এর ফলেই মশার ঝাঁক এইরকম আকার নিয়েছে।
'Tornados' de mosquitos en la Ruta 74 que conecta General Madariaga con Pinamar. 🌪🦟😲
Vía @FMLaMarea. pic.twitter.com/ImPGksJI80— Christian Garavaglia (@ChGaravaglia) February 24, 2021
মশার উৎপাত নেই এমন জায়গা নেই বললেই চলে। তারপর মশা সবারই অপছন্দের তালিকায়। সেখানে এইরকম ভিডিও দেখে মানুষ আঁতকে উঠছেন। এই মশার ঝাঁক দেখে পরজীবী বিজ্ঞানীরা ব্যাপারটা ভালো ভাবে নিচ্ছেন না।