করোনা থেকে মুক্তি পেতে একমাত্র ভরসা ‘করোনা দেবী’, চলছে দিনভর আরাধনা, দেখে নিন

Outlinebangla Digital Desk: আমরা অনেক দেব-দেবীর পূজা করে থাকি। এবার করোনা থেকে বাঁচতে শুরু হলো করোনা দেবীর পুজো। তামিলনাড়ুর কোয়েম্বাটোরের কামাটচিপুরী আধিনাম মন্দিরে বসানো হলো ‘করোনা দেবী’-র মূর্তি। মন্দিরে চলছে দেবীর পুজোও। ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতেই এই আয়োজন।

কোয়েম্বাটোরে এইরকম অনেক দেব-দেবীর মূর্তি আছে বলে জানা গেছে। কামাটচিপুরী আধিনাম মন্দিরের দায়িত্বে রয়েছেন শিবলিঙ্গেস্বরার নামের এক ব্যক্তি। তিনি জানিয়েছেন, করোনা দেবীর মতো আছে প্লেগ মারিম্মান মন্দির। মানুষের বিশ্বাস অতীতে প্লেগ বা কলেরার মতো মহামারীর সময় দেশবাসীকে এই দেবী রক্ষা করেছেন।

করোনার প্রথম ঢেউ সামলে নিলেও দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত সারা দেশ। মহামারী পরিস্থিতিতে মৃত্যুমিছিল চলছে সর্বত্র। এই অবস্থায় গ্রানাইট দিয়ে বিশেষ করোনা দেবী মূর্তি তৈরি করা হয়েছে কোয়েম্বাটোরের মন্দিরে। ৪৮ দিন ধরে ভক্তদের প্রার্থনার ব্যবস্থাও করা হয়েছে। যজ্ঞেরও আয়োজন করা হয়েছে।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস