Outlinebangla: কথাতেই আছে ঘ্রাণং অর্ধং ভোজনং। অর্থাৎ ঘ্রাণ নেওয়া আর ভোজন করা একই কথা। রান্নার ঘ্রাণেই আমাদের খাবারের আগ্রহ বাড়ে। মনে প্রশান্তি তখনই আসে যখন ফুলের মিষ্টি ঘ্রাণে মেতে উঠি। আর এই সব কিছুর মূলে আমাদের ঘ্রাণেন্দ্রিয়। তবে অনেক সময় আমাদের ঘ্রাণশক্তি কমে যায় (Smell Disorders)। সেটা বয়সজনিত প্রভাবে বা ঠাণ্ডা লাগার ফলে হতেও পারে। কিন্তু কিছু কিছু সময় আমরা ঘ্রাণ নিতে পারি না (Smell Disorders)। কি কারনে এমটা হয় জানেন? চলুন জেনে নেওয়া যাক কেন এমন হয়।
ঘ্রাণশক্তি কমে যাওয়ার কারণঃ (Smell Disorders)
নাকে আঘাত লাগলে এমনটা হয়।
নাকের ফাংগাল (ছত্রাক) ইনফেকশন হলে সাইনাস পলিপ দ্বারা আক্রান্ত হতে পারে। যার জেরে ঘ্রাণশক্তি কমে যায়।
করোনাভাইরাসের সংক্রমণের ফলে ঘ্রাণ শক্তি কমে যায়।
মাথায় বা গলায় রেডিয়েশন থেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া ফলেও এমনটা হয়।
অতিরিক্ত ধূমপান ও কোকেন সেবন।
কিছু কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াতেও এমনটাও হয়।
আলঝেইমারস এবং কিছু স্নায়বিক রোগের কারনে ঘ্রাণ শক্তিও কমে যায়।
ঘ্রাণ শক্তি কমে যাওয়ার আরেকটি কারন হল অপুষ্টি।
আরও পড়ুনঃ Breast cancer: ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলি কী কী? কীভাবে বুঝবেন..
ঘ্রাণশক্তি কমে গেলে যা যা করণীয়ঃ
প্রথমত নাক বন্ধ হলে অ্যান্টিহিস্টামিন-জাতীয় ওষুধ সেবন করতে পারেন। এমত অবস্থায় নাকে কয়েক ফোঁটা নরমাল স্যালাইন ড্রপ দিতে পারেন। তবে নাক বন্ধ যদি না কমে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। সাধারণ ঠান্ডা লাগলে জীবাণুর সংক্রমণ হয়ে থাকে এমত অবস্থায় অ্যান্টিবায়োটিক সেবনের নির্দেশনা দেন ডাক্তাররা। জরুরী কালীন পরিস্থিতিতে নাকের ভেতরটা পরীক্ষা করার প্রয়োজন হয়। প্রাথমিক চিকিৎসায় না কমলে ডাক্তারের পরামর্শ নিন।
আরও পড়ুনঃ Pregnancy Tips: মা হওয়া কি মুখের কথা? প্রেগনেন্সির সময় যে দিকে নজর দেবেন..
যদি সমস্যা দূর না হয়ঃ
ঘ্রাণে নেওয়ায় সমস্যায় সব ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন নাও হতে পারে। তবে অবশ্যই সতর্ক থাকতে হবে। পোড়া ও গ্যাসের গন্ধ নাকে না এলে বাড়িতে স্মোক অ্যালার্ম লাগান। রান্নার ঘ্রাণেই আমাদের খাবারের আগ্রহ বাড়ে। তাই এমনভাবে খাবার প্রস্তুত ও পরিবেশন করতে হবে। যাতে খাবারের প্রতি আগ্রহ বাড়ে। খাবারের গন্ধ ঠিক না থাকলে সেই খাবার খাওয়া কখনই উচিত না। ঘ্রাণ না পেলে খাবারকে বিচার করা সম্ভব না। তাই কোনো খাবার নিয়ে যদি সন্দেহ থাকে সেই খাবার থেকে অবশ্যই দূরে থাকুন।
আরও পড়ুনঃ Energy Boosting Food: গরমের দিনে ক্লান্তি দূর করতে যেসব খাবার খাবেন..
বিশেষ দ্রষ্টব্যঃ আর্টিকেলটি সম্পূর্ণ ভাবে মিডিয়ার রিপোর্ট অনুযায়ী লেখা।