Outlinebangla: আমাদের চারিদিকে প্রতিনিয়ত অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী (Tiny Animal) ঘুরে বেড়াচ্ছে। যারা প্রচন্ড পরিমানে বিষাক্ত। কিন্তু আমরা এই ক্ষুদ্র প্রাণীগুলোকে (Tiny Animal) সেভাবে পাত্তা দিই না। তবে জানেন কি এমন কয়েকটি ছোট্ট বা ক্ষুদ্র প্রাণী আছে যা অনেকসময় জীবনহানীর কারন হয়ে দাঁড়ায়। তাই বিশেষ কিছু প্রাণী আছে যেগুলিকে এড়িয়ে চলা উচিত না। চলুন জেনে নিই এরকম ৯টি ক্ষুদ্র প্রাণীর কথা (Tiny Animal)।
আফ্রিকান মৌমাছিঃ
এই মৌমাছিটিকে মধু মৌমাছি এবং ঘাতক মৌমাছি নামেও ডাকা হয়ে থাকে। অন্যান্য মৌমাছিদের তুলনায় মূলত এই মৌমাছিরা অনেকটাই প্রতিরক্ষামূলক। এরা অন্যান্য প্রাণীদের পাশাপাশি মানুষ পর্যন্ত মারার ক্ষমতা রাখে।
হারভেস্টার পিঁপড়েঃ
বিষাক্ত এই পিঁপড়ের অপর নাম ফসল কাটা পিঁপড়ে। এদেরকে সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিম প্রান্তে লক্ষ্য করা যায়। এই বিষাক্ত পিঁপড়ে গুলো যদি সঙ্গবদ্ধভাবে একবার আক্রমণ করে তাহলে নিস্তার পাওয়ার কোনো সম্ভাবনাই নেই।
ডেথস্টালকার বিচ্ছুঃ
ডেথস্টালকার বিচ্ছু ফিলিস্তানের হলুদ বিচ্ছু নামেও পরিচিত। সবচেয়ে বিপজ্জনক প্রজাতির এই বিচ্ছুর বিষ এতো তীব্র যে কোনো প্রাণীকে মারতে পারবে। উত্তর আফ্রিকা, স্ক্রাব ল্যান্ড আবাস এবং মরুভুমি অঞ্চলে এদের দেখা পাওয়া যায়।
নীল রঙের অক্টোপাসঃ
ক্যান্ডি বারের চেয়েও ছোট নীল রঙের এই অক্টোপাস সায়ানাইডের থেকে ১০০০ গুন বেশি শক্তিশালী এবং বিষাক্ত। জলের নিচে বসবাস করা এই ক্ষুদ্র প্রাণীটি কিছুক্ষনের মধ্যেই তাদের বিষ দ্বারা একসঙ্গে ২৬ জন প্রাণীকে মেরে ফেলার ক্ষমতা রাখে। আর সবথেকে দুঃখের বিষয় হলো এই বিষের কোনো প্রতিষেধক নেই।
আরও পড়ুনঃ Why Dogs Are So Loyal: প্রাণীদের মধ্যে কুকুর কেন এত বিশ্বস্ত হয়?
These smallest animals can totally kill you
ব্রাজিলের ঘোরাঘুরির মাকড়সাঃ
ফোনুত্রিয়া প্রজাতিভুক্ত এই মাকড়সা বিশ্বের বিষাক্ত মাকড়সাগুলির মধ্যে অন্যতম। রাতে জঙ্গলের যেখানে সেখানে ঘুরে বেড়ায় বলে এই মাকড়সার এরকম নাম। এই জীবটির শরীরে বিষের পরিমান এতো বেশি যার জন্য একটা মানুষের মৃত্যু ঘটে থাকে। গ্রিকদের ভাষায় এই মাকড়সা কে খুনি মাকড়সা বলা হয়ে থাকে।
শঙ্ক শামুকঃ
জলের নিচে বসবাসকরি ছোট থেকে বড়ো আকারের এই শামুকগুলির অপর নাম কনস। বিষ প্রয়োগ করে শিকারকে পক্ষাঘাতগ্রস্ত করে দেয়। সমুদ্রের তলদেশে এর বাস। এই শামুকগুলি পৃথিবীর যেকোনো উষ্ণ ক্রান্তীয় সমুদ্রে বসবাস করে।
ফেফারের ঝলমলে ক্যাটল ফিশঃ
এই ক্ষুদ্র প্রাণীগুলির পেশী টিস্যু প্রচন্ড বিষাক্ত হয়। এরা ছদ্মবেশ ধরতে এক্সপার্ট। পাপুয়া নিউ গিনি ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার অগভীর কাদাস্তর গুলোতে এদের দেখা যায়।
গোল্ডেন পয়জন ব্যাঙঃ
ছোট আকারের উজ্জ্বল বর্ণের কারণে এদের অনেকেই নীরীহ বলে ভুল করে থাকেন কিন্তু এই ব্যাঙ গুলো অতিরিক্ত পরিমানে বিষাক্ত হয়ে থাকে। এদের বিষের কোনো প্রতিষেধক নেই। এই ধরণের পয়জন ব্যাঙগুলো কলম্বীয়াতে বসবাস করে।
বক্স জেলিফিশঃ
পৃথিবীর সবচেয়ে মারাত্মক বিষের মধ্যে অন্যতম হলো এই বক্স জেলিফিশের বিষ, এর মধ্যে থাকা টক্সিন স্নায়ুতন্ত্রে, ত্বকের কোষগুলিতে এমনকি হৃদপিন্ডেও আক্রমণ করতে ছাড়ে না। এরা সাধারণত ইন্দো-প্যাসিফিক উপকূলএর অস্ট্রেলিয়ার জলে বাস করে থাকে।
আরও পড়ুনঃ Most Beautiful Birds: রূপে গুনে সমৃদ্ধ বিশ্বের সেরা পাঁচ পাখির কথা…