Monday, March 27, 2023

রামনাম ছাড়া কিছু হয় না, যারা রামনাম পছন্দ করে না বাংলায় তাদের জায়গা নেই, মালদার মঞ্চ থেকে হুঙ্কার Yogi-র

আউটলাইন বাংলা ডেস্কঃ ভোটের মুখে নির্বাচনী প্রচারের আজ মালদায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। বক্তব্যের শুরুতেই তিনি বলেন, রামনাম ছাড়া কিছু হয় না, যারা রামনাম পছন্দ করে না, বাংলায় তাদের কোনো জায়গা নেই। বাংলা ভারতের স্বাধীনতা আন্দোলনের ভূমি। তাই বাংলার ক্ষতি মানে সমগ্র দেশের ক্ষতি।

প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বাংলার শাসক দলের দিকে আঙুল তুলে বলেন, তৃণমূল নেতারা সব টাকা খেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানুষের কথা ভাবে না। মালদায় এসে দেখলাম অধিকাংশ জায়গায় পাকা বাড়ি নেই। কেন্দ্রের রেশনের টাকা লুঠ করছে তৃণমূল নেতারা।

বাংলার আইন শৃঙ্খলা নিয়ে সুর চড়িয়ে বলেন। বাংলায় আইনের শাসন নেই। বাংলায় অরাজকরতা চলছে। বাংলা পবিত্র ভূমি। আজ এখানে গভীর সংকট। বাংলা বরাবরই পরিবর্তনের ভূমি, এবারও বাংলায় পরিবর্তন হবে। এছাড়াও তিনি বলেন বাংলায় বিজেপি সরকার হলে তা হবে ডবল ইঞ্জিন সরকার হবে।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট