Surprising differences between men and women: নারী-পুরুষের মধ্যে আছে এই বিশেষ পার্থক্য গুলি যা জানলে আপনি অবাক হতে বাধ্য!

Outlinebangla Desk: নারী-পুরুষের গঠন আলাদা হলেও তার মন-মানসিকতা নির্ভর করে কোন পরিবেশে সে বেড়ে উঠেছে তার উপর। সৃষ্টির শুরু থেকেই নারী-পুরুষের মধ্যে কিছু পার্থক্য আছে (Surprising differences between men and women)। তবে লজ্জা হচ্ছে নারীর ভূষণ একথা বর্তমানে পুরোপুরি না হলেই অনেকটাই ফিকে হয়ে পড়েছে। বর্তমান যুগে নারীকে আলাদা করে দেখলে তা ভুল করা হবে, সামাজিক ভাবেও যা অনুচিত যা শিক্ষাহীনতার পরিচয় মাত্র।

তবে নারী-পুরুষের মধ্যে কয়েকটি পার্থক্য থেকেই যাবে, তার মধ্যে বেশিরভাগই হল মানসিক পার্থক্য। মনস্তত্ত্ববিদদের মতে নারী এবং পুরুষের মস্তিষ্কের কাজের উপরই এই বিভেদ প্রকাশ পায়। নারী-পুরুষ পৃথিবীর সৃষ্টি থেকেই কিছুটা আলাদা। ‘সাইকোলজি টুডে’ ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, নারী-পুরুষের মধ্যে ১০টি মানসিক পার্থক্য রয়েছে।

তাহলে দেখে নিন সেই পার্থক্য গুলি (Surprising differences between men and women):

surprising differences between men and women
(১) নারীরা মানুষ বিচার করার ক্ষেত্রে পুরুষের থেকে তুলনামূলক ভাবে অনেকটাই এগিয়ে থাকেন।
(২) পুরুষদের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই অঙ্ক কষতে পছন্দ করে। বিপরীতে মহিলারা পছন্দ করেন ভাষা শিখতে।
(৩) পুরুষরা সিদ্ধান্ত নিতে কখনো আবেগকে প্রাধান্য দেয় না। কিন্তু মহিলারা আনুষঙ্গিক নানান কিছু ভেবে তারপর সিদ্ধান্ত নেয়।
(৪) মেয়েরা ঝগড়া করলেও, সচরাচর মারামারি করে না। কিন্তু পুরুষরা এ ক্ষেত্রে ব্যতিক্রম।
(৫) পুরুষরা সাধারণত নারীর রূপ-সৌন্দর্য দেখে আকৃষ্ট হয়ে থাকে। বিপরীতে নারীদের এসব আকর্ষণ করে না।

differences between men and women
(৬) মহিলারা তাদের ইচ্ছার ওপর নির্ভর করে হাসেন কিন্তু সাধারণত মজার কিছু হলেই পুরুষরা উচ্চস্বরে হাসেন।
(৭) যে কোন আবেগজনিত ঘটনা মহিলারা পুরুষদের থেকে বেশি মনে রাখেন।
(৮) চিন্তা-ভাবনার ওপর চাপ থাকলে বা বেশি হলে পুরুষদের শারীরিক চাহিদা বেড়ে যায়। এক্ষেত্রে নারীদের ব্যাপার একদমই উল্টো।
(৯) পুরুষরা যে কোনো সমস্যা প্রথমে কারো সঙ্গে আলোচনা ছাড়াই সমাধান করার চেষ্টা করে কিন্তু নারীরা আলোচনা করতে না পারলে সমস্যা নিয়ে আরও বেশি ভোগেন।
(১০) নিজের যে কোন গাড়ি পুরুষদের কাছে খুব প্রিয়, তারা তা খুব পরিষ্কার পরিছন্ন রাখতে পছন্দ করেন। অন্যদিকে মহিলারা মনে করে গাড়ি পরিষ্কার করা আর জুতো পরিষ্কার একই ব্যাপার।

উল্লেখ্য, মনস্তত্ত্ববিদরা বলছেন নারীরা যে সর্বদা আবেগপ্রবণ হয়ে পড়বেন তা মনে করার কিছু নেই। আবার পুরুষ মানেই যে সে সকল ক্ষেত্রে পারদর্শী বা সবজান্তা সেটাও ঠিক নয়। প্রতিটি মানুষই সৃষ্টির সেরা জীব। কাজেই যে কোনো ধারনা দীর্ঘ সময় ধরে আঁকরে বসে থাকলে চলবে না।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,918FansLike
42SubscribersSubscribe

না পড়লেই মিস