আউটলাইন বাংলা ডেস্কঃ ভয়ংকর ভাবে প্রতিদিন বাড়ছে করোনার সংক্রমণ। নতুন রূপের এই করোনা সংক্রমণ ঠেকাতে ইংল্যান্ডে তৃতীয়বারের মত কঠোর করোনা বিধি আরোপ করা হয়েছে। গতকাল সোমবার রাত আটটায় টেলিভিশন মারফত এক সংক্ষিপ্ত ভাষণে ইংল্যান্ডে টিয়ার ফাইভ করোনা বিধি আরোপ করার ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
আজ থেকে কার্যকর হবে করোনা বিধি। ওদিকে শুরু হয়েছে টীকাকরন প্রক্রিয়া। নতুন ঘোষণায়, বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে বাড়ি থেকে বেরতে নিষেধ করা হয়েছে। ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল এবং কলেজ অনলাইন ক্লাস নেওয়ার কথা বলেছেন বরিস জনসন।
টিয়ার ফাইভের অধীনে, মার্চের প্রথম লকডাউনের মতো বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হতে পারবে না। শুধুমাত্র অত্যাবশ্যকীয় মেডিক্যালের প্রয়োজনে, খাদ্যদ্রব্য কেনা, ব্যায়াম এবং যাদের বাড়ি থেকে কাজ করার সুবিধা নেই তারাই একমাত্র ঘর থেকে বের হতে পারবেন। সোমবার গত চব্বিশ ঘন্টায় ব্রিটেনে নতুন করে আরো ৫৮ হাজার ৭শ ৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে আরো ৪০৭ জনের।