Wednesday, March 22, 2023

কড়া হাতে করোনার সেকেন্ড ওয়েভ রুখতে হবে, মুখ্যমন্ত্রীদের বার্তা প্রধানমন্ত্রীর

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ দেশে ফের করোনা পরিস্থিতি উদ্বেগজনক। প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতির মধ্যেই বুধবার দেশের সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনাকে রুখতে রাজ্যের মুখ্যমন্ত্রীদের কোমর বেঁধে নামার বার্তা দিয়েছেন। শুধু রাজ্যই না কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এছাড়াও তিনি জানিয়েছেন করোনার দ্বিতীয় স্রোত রুখতে প্রয়োজনে ‘মাইক্রো কনটেইনমেন্ট জোন’ তৈরি করতে হবে। এবং দরকার পড়লে পুরোনো সুরক্ষাবিধি চালু করতে হবে। এদিন ‘দাওয়াই ভি, কড়াই ভি’ স্লোগানে মাধ্যমে মোদী জানিয়েছেন, ‘কেন করোনা টেস্ট কম হচ্ছে, সেদিকে নজর দিন। সরকারি এবং বেসরকারি হাসপাতালে বেশি সংখ্যক মানুষকে টিকা প্রদান করতে হবে। RTPCR টেস্টের সংখ্যা বাড়াতে হবে।

এদিন আরও বলেন, মাস্ক পরায় অনীহা দেখা যাচ্ছে গোটা দেশ জুড়ে। তাই অবিলম্বে সতর্ক করুন রাজ্যের মানুষকে। মুলত এদিন বৈঠকে কড়া হাতে করোনা রোখার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এদিনের করোনা সংক্রান্ত বৈঠকে যোগ দেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পরিবর্তে বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট