Outlinebangla Digital Desk: ২০২০ সাল থেকে করোনার জেরে সারা বিশ্ব বিপর্যস্ত। ফের করোনা মহামারী নিয়ে আশঙ্কার কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার দ্বিতীয় ঢেউ শুধু ভারতে ধ্বংসলীলা চালাচ্ছে তা নয়। শোচনীয় পরিস্থিতি জাপানেও। শুক্রুবার জাপানে জরুরি অবস্থা জারি হওয়ার পরে, বিস্ফোরক মন্তব্য করেন হু (WHO) প্রধান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গ্যাব্রিয়াসুস বলেন, ” অতিমারীর দ্বিতীয় বছর প্রথম বছরের তুলনায় অনেক বেশি মারাত্মক হতে চলেছে। আমরা ইতিমধ্যেই তেমনই ইঙ্গিত পেতে শুরু করেছি।” এর সাথে তিনি ভারতে করোনা যে ভয়াবহতার রূপ নিয়েছে তার কথাও বলেন।
অন্যদিকে করোনা পরিস্থিতির জন্য গত বছর অলিম্পিক পিছিয়ে এ বছর তা জাপানে হওয়ার কথা ছিল। কিন্তু জাপানের পরিস্থিতি ভয়ংকর। জাপানে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তা রুখতে বিভিন্ন শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। যাতে অলিম্পিক পিছিয়ে যায় তার জন্য তিন লক্ষ মানুষ স্বাক্ষর করে আবেদন জানিয়েছেন।