Homeসমসাময়িকCoronavirus: ঘরময় করোনাভাইরাস থাকলেও সংক্রমিত হওয়ার আশঙ্কা বাস্প থেকেই বেশি, বলছেন গবেষকরা

Coronavirus: ঘরময় করোনাভাইরাস থাকলেও সংক্রমিত হওয়ার আশঙ্কা বাস্প থেকেই বেশি, বলছেন গবেষকরা

Outlinebangla Digital Desk: করোনা আক্রান্তদের বেডের চাদর থেকে শুরু করে বালিস প্রতিটিতেই ছড়িয়ে থাকে করোনা ভাইরাস। করোনা হাসপাতালগুলির প্রত্যেক ঘরে এমনকি মেঝেতেও করোনা ভাইরাস ছড়িয়ে থাকে। কিন্তু ভাইরাস ছড়িয়ে থাকলেও এগুলি থেকে সংক্রমণ ছড়ায় না। সম্প্রতি এক গবেষণায় এমনই এক তথ্য উঠে এসেছে।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সান দিয়েগো স্কুল অব মেডিসিনের গবেষকরা করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে গবেষণা করেছেন। যা থেকে উঠে এসেছে নতুন কিছু চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, স্পর্শ বা কোন তল থেকে ভাইরাস ছড়িয়ে পরে না। এই ভাইরাস মুলত মুখ থেকে বেড়িয়ে আসা বাস্পের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পরে।

এখানেই শেষ না গবেষকরা করোনা ভাইরাসের সঙ্গে আরও একটি জীবাণুর সন্ধান পেয়েছেন। এবং জানিয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত হলে বহু ক্ষেত্রে ওই জীবাণুটিও মানব শরীরে বাসা বাঁধছে। যার ফলে বেশিরভাগ মানুষের হৃদরোগের আশঙ্কা দেখা দিচ্ছে। তবে এই নতুন জীবাণুটির সম্পর্কে বেশি মাত্রায় জানা গেলে হৃদরোগের আশঙ্কা কমানো যাবে বলে আশাবাদী গবেষকরা।

এই মুহূর্তে