Outlinebangla Desk: উচ্চ প্রাথমিক নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে চলছে টালাবাহানা। নানা আইনি জটিলতায় আটকে যাচ্ছিল এই নিয়োগ প্রক্রিয়া। কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে মামলা হলেও থামবেনা উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। বুধবার স্কুল সার্ভিস কমিশন একথা জানিয়ে দিয়েছেন।
শিক্ষা শিবির সূত্রের খবর, প্রার্থীদের অধিকাংশ যথাযথ নথি আপলোড করেন নি। যার জন্য তাঁদের নাম ইন্টারভিউয়ের তালিকা থেকে বাদ পড়েছে। অন্যদিকে, প্রার্থীদের বক্তব্য, সব নথি আপলোড হয়েছে বলে মেসেজ আসার পরও আপলোডের সমস্যা কেন হচ্ছে বোঝা যাচ্ছেনা। সূত্রের খবর, যেসব প্রার্থীদের তালিকায় নাম নেই তাঁরা ফের আবেদন করতে পারবেন। তাঁরা এসএসসি অফিসে এসে হার্ড কপি জমা দিতে পারবেন।
এসএসসি-র চেয়ারম্যান শুভশঙ্কর সরকার বলেন, “দু’-এক দিনের মধ্যেই ইন্টারভিউয়ের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সেই সঙ্গে ইন্টারভিউয়ের তালিকায় নাম ওঠেনি বলে যে-সব প্রার্থী অভিযোগ করছেন, তাঁদের অভিযোগপত্র নেওয়ার কাজও শুরু হয়েছে। এখনও পর্যন্ত প্রায় তিন হাজার অভিযোগপত্র জমা পড়েছে। ই-মেল করে বা ডাকযোগে তো বটেই, কমিশনের দফতরে এসেও অনেক প্রার্থী অভিযোগপত্র দিয়ে যাচ্ছেন। আদালতের নির্দেশ অনুযায়ী সব অভিযোগপত্রই খতিয়ে দেখা হবে।”