ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রীর

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ ভারতীয় জন সংঘের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একশো উনিশতম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রদ্ধা জানিয়েছেন। আজ সোমবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেন, টুইটে তিনি লিখেছেন আমি ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়েকে তাঁর জয়ন্তীতে প্রণাম জানাই।

তিনি একজন প্রকৃত ধর্মপ্রাণ দেশপ্রেমিক, ভারতের উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি ভারতের একতাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহসী প্রচেষ্টা করেছিলেন। তাঁর চিন্তাভাবনা ও আদর্শ সারা দেশ জুড়ে লক্ষ লক্ষ মানুষকে শক্তি যোগাতে সাহায্য করে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শ্রদ্ধা জানানোর জন্য আজ সকাল সাড়ে ১১ টায় ভার্চুয়াল সভাও করবেন বলেও জানা গিয়েছে। তবে প্রধানমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহও ভারতীয় জন সংঘের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস