Uganda: ট্রল আর উগান্ডা যেন হরিহর আত্মা, জানুন আফ্রিকার মুক্তা আসলেই কেমন..

Outlinebangla: ছোট্ট একটি দেশ উগান্ডা (Uganda), এই দেশটিকে নিয়ে কম বেশি সকলেই চৰ্চা করে থাকি। বলাচলে একরকম হাসি ঠাট্টা করে তুচ্ছ চোখে দেখি। আমাদের মধ্যে প্রায় বেশিরভাগ লোকজনই না জেনে মন্তব্য করি। তাই আজকে আমরা জানবো উগান্ডা (Uganda) দেশটি কি সত্যিই হাসি ঠাট্টার যোগ্য! আপনি যদি উগান্ডা (Uganda) দেশটি আসলে কিরকম সেটা জানতে চান। তাহলে আমাদের আজকের আর্টিকেলেটি আপনার জন্যই।

এটি একটি দরিদ্র মুসলিম রাষ্ট্র হিসাবেই পরিচিত। ভারত নেপাল বাংলাদেশ পাকিস্তানের মতো আরও নানান দেশ থেকে লোকজন কাজের সন্ধানে এখানে এসে প্রবাসী জীবনযাপন করেন। এখানকার মুদ্রাকে সিলং নামে ডাকা হয়, ছোট্ট এই দেশটির আইন শৃঙ্খলা কড়া হওয়ায় এখনকার সৈন্যরা সবসময় সঙ্গে করে অস্ত্র নিয়ে ঘোরে। এদের প্রধান খাবার ভুট্টা ও কলা। এখনকার মানুষ খুব সহজসরল এবং মিশুকে অতএব সহজেই মানুষকে বিশ্বাস করে নেয়। উগান্ডায় ওজন মাপার জন্য আমাদের এদিকের মতো কিলোগ্রামের কোনো ব্যাপারই নেই। এখানে দোকানের মধ্যে তারা নিজেরাই একটা নিদিষ্ট বাটি রাখে, সেই বাটিতে করে যে কোনো জিনিস ওজন করে থাকে।

Uganda
Uganda (ছবিঃ সংগৃহীত)

উগান্ডার মানুষদের চিন্তাভাবনা খুব খোলামেলা প্রকৃতির। এখানে ধর্ষণ বাদ দিয়ে অন্য যে কোনো সম্পর্ক বৈধ হিসাবে বিবেচিত করে এই দেশের আইন। উগান্ডার বসবাসকারী ঘরবাড়ি হোক বা আবাসিক হোটেল সব জায়গার বাইরেই প্রটেকশন ব্যাগ (কনডম) রাখার নির্দেশ দিয়েছে তৎকালীন সরকার এবং এই ব্যাগগুলি প্রত্যেক সপ্তাহে চেক করা হয় আর যদি দরজাতে না পাওয়া যায় তখন মোটা অংকের জরিমানা গুনতে হয়। তাছাড়া এ দেশে যৌনকর্মীদের অভাব নেই। উগান্ডার মানুষেরা হাসি মজা করে আনন্দের সাথে তাদের জীবন কাটাতে পছন্দ করে। তারা ছুটির দিনগুলো পরিবারের লোকের সঙ্গে চড়ুইভাতী করে গান বাজনা করে কাটিয়ে থাকে। এখনকার সরকার শনিবার দিনটি সরকারি ছুটি হিসাবে স্থির করে দিয়েছেন। বিশেষত এই দিনটিতেই তারা আনন্দে মেতে ওঠে।

Uganda market
Uganda (ছবিঃ সংগৃহীত)

উগান্ডাদের সমন্ধে বিশেষ কয়েকটি তথ্য

গোটা বিশ্বের মধ্যে সবথেকে বেশি অ্যালকোহলের সংরক্ষণ করা আছে উগান্ডাতে!
এখানকার মানুষেরা সাইকেল চালাতে প্রচন্ড ভালোবাসে, বলতে পারেন এটা তাদের একটা শখের মধ্যে পড়ে থাকে।
আমাদের দেশের অন্যান্য দেশগুলোর তুলনায় উগান্ডায় পাহাড়ি গরিলার পরিমান যথেষ্ট বেশি প্রায় ৭৫০ টি পাহাড়ি গরিলার খোঁজ মেলে এই অঞ্চলটিতে। পাশাপাশি সৌন্দর্যের পরিপ্রেক্ষিতে এই দেশটিকে আফ্রিকার মুক্তা বলে সম্বোধন করা হয়।
পৃথিবীর সবথেকে সেরা ট্যুরিস্ট এট্রাকশন শিরোপা পায় এই দেশটি ২০১২ সালে।

the Pearl of Africa
the Pearl of Africa (ছবিঃ সংগৃহীত)

উগান্ডাকে এখনো পর্যন্ত পৃথিবীর সবচেয়ে তরুণ দেশ বলা হয় কারণ এখানে অর্ধেক মানুষেরই বয়স ১৪বছরের নিচে হয়ে থাকে।
এই দেশটিতে গাছ কাটা নিয়ে একটি খুব ভালো নিয়ম প্রচলিত আছে এখানে একটা গাছ কাটলে একসঙ্গে তিনটে গাছ রোপন করতে হবে। কলা এভকাডো এবং আনারস চাষে উগান্ডা প্রথম সারিতে স্থান করে নিয়েছে।
বিশেষত এখনকার মানুষেরা ভীষণভাবে অতিথিপরায়ণ হয়। আপনি যদি কখনো উগান্ডাই ঘুরতে যান, তখন আপনাকে যদি তেলে ভাজা ঘাস ফড়িং খেতে দেয় তাহলে বুঝতে হবে তারা আপনাকে তাদের বিশেষ অতিথির স্থান দিয়েছে। কারণ তারা এটি কাছের মানুষদের পরিবেশন করে থাকে।
উগান্ডার মনোরম সমুদ্র সৈকত নিমেষেই আপনার হৃদয় কেড়ে নিতে সক্ষম হবে, এটি বিশ্বের অন্যতম বৃহতম সমুদ্র হিসাবে পরিচিত। সুন্দর এই দেশটির কথা বলতে শুরু করলে শেষ হবে না, তার সাথে এই দেশের সুন্দর মানুষের মন ও ব্যবহার আপনার পছন্দ হতেই হবে। তাই সম্ভব হলে অবশ্যই ঘুরে আসতে পারেন ছোট্ট এই দেশ উগান্ডায়।
আরও পড়ুনঃ Food History & Culture: আহারের কতই না বাহার! জানুন বাঙালীর খাদ্যাভ্যাসের ইতিহাস..

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,919FansLike
42SubscribersSubscribe

না পড়লেই মিস