Outlinebangla Desk: করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল ভারত। রোজই প্রায় তিন লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। তার সাথে বহু মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এর মধ্যেই এল স্বস্তির খবর। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দাবি, করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কমছে। নিম্নমুখী হচ্ছে করোনা সংক্রমণ।
স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে দৈনিক সংক্রমণ কমলেও মৃত্যুহার বেড়েছে। শনিবার করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রায় ৩ লক্ষ ২৬ হাজার জন। রবিবার তা আরও কিছুটা কমে হয় ৩ লক্ষ ১১ হাজার ১৭০ জন। অন্যদিকে শনিবার দৈনিক মৃত্যু হয়েছিল ৪ হাজারের নীচে। কিন্তু গত ২৪ ঘন্টায় ফের তা ৪ হাজারের গন্ডি ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৭৭ জন।
গত ৭ দিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দেখলে দেখা যাবে আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের মতো কমেছে। তবে গত ২৪ ঘন্টায় দেশে আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৬২ হাজার ৪৩৭ জন।