Friday, March 31, 2023

রান্নার সরঞ্জাম খুঁজতে গিয়ে পুকুরে তলিয়ে গেলো ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি: রিন্টু পাঁজা, বীরভূম: পুকুরে রান্নার সরঞ্জাম খুঁজতে গিয়ে তলিয়ে গেলো এক ব্যাক্তি । ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার মাড়গ্রাম খেদা পাড়ায়, দুপুর ২:২০ নাগাদ। স্থানীয় এবং প্রশাসন সূত্রে জানা গেছে, একদিন আগে পাড়ায় একটি অন্নপ্রাশন থাকায় রান্নার সরঞ্জামের একটি জিনিস ধোয়ার পরে তা খুঁজতে পুকুরে নামেন ওই ব্যক্তি, ঠিক সে সময়ে পুকুরে তলিয়ে যান।

নিখোঁজ বেক্তির নাম চাঁদ মাল, বয়স ৪৫ বছর। পুকুরে কচুরিপানা এবং দলদলী তে ভর্তি থাকার কারণে খোঁজা খুঁজির জন্য প্রশাসন এর তরফ থেকে জেসিবি মেসিন নিয়ে আসা হয়। খোঁজাখুঁজি শুরু হয়। স্থানীয় ব্যক্তিরাও খোঁজা খুঁজি তে হাত লাগান।

শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত দেহ পাওয়া যাই নি। খোঁজা খুঁজি চলছে। স্থানীয় মানুষজন ছাড়াও, স্থানীয় প্রশাসনের তরফে উপস্থিত আছেন অনেকে। এখনো ওই বেক্তিকে না পাওয়া জাওয়ায় ধন্দে রয়েছেন স্থানীয় মানুষজন।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট