Valentine’s Day: ভালোবাসা দিবসে দেওয়া এই উপহার গুলি বলে দেবে সম্পর্কের গুরুত্ব

Outlinebangla: আকাশে বাতাসে বসন্তের ছোঁয়া লাগতে শুরু করেছে, ঝরে যাওয়া গাছের পাতা আবার নতুনভাবে গজাতে শুরু করেছে। বছর ঘুরে আবারো চলে এসেছে ফেব্রুয়ারি মাস আর ফেব্রুয়ারির আগমন ঘটলেই প্রকৃতি যেন কানে কানে বলে ওঠে চলে এসেছে ‘ভালোবাসার মরসুম’ গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে বিশেষ কিছু দিবস রয়েছে, বিশেষত প্রেমিক-প্রেমিকাদের জন্য (Valentine’s Day)। তার মধ্যে অন্যতম দিনটি হলো এই মাসে দ্বিতীয় সপ্তাহের শেষ দিন মঙ্গলবার, অর্থাৎ ১৪-ই ফেব্রুয়ারী। বলা চলে যেদিন গোটা বিশ্ব মেতে উঠবে ভালোবাসায় (Valentine’s Day)।

Happy Valentine’s Day

কাছের মানুষগুলোর জন্য ভালোবাসা কমে না কখনোই তাদেরকে ভালবেসে গিফট দেওয়া যায় বছরের যে কোন সময়। তবে ভালোবাসা দিবস বলে কথা। তার তো একটা মাহাত্ম্য আছে, আর ভালোবাসা দিবস (Valentine’s Day) উপলক্ষে প্রেমিক যুগলের মধ্যে একটা বড় অংশ জুড়ে রয়েছে উপহার বিনিময়। আর সেই কারণেই শুধুমাত্র রেস্টুরেন্ট বা শপিংমল নয়, অনলাইন অ্যাপ গুলিতেও দিচ্ছে বিশেষ অফার ভালোবাসা দিবস উদযাপন উপলক্ষে। কিন্তু আপনি কি জানেন এই উপহার আপনাকে বলে দেবে আপনাদের সম্পর্ক বর্তমানে আসলে কোথায় দাঁড়িয়ে আছে। চলুন জেনে নেওয়া যাক কোন উপহারের কি মানে।
আরও পড়ুনঃ Rose Day: শুধুই কি লাল? কোন রঙের গোলাপ কাকে দেবেন জানেন তো

The Importance of Gifts in a Relationship

ফুল এবং চকলেট:
ফুল এবং চকলেট কম-বেশি সবাই ভালবাসে। তাই ফুল এবং চকলেট কে সবচেয়ে নিরাপদ উপহারের মধ্যে ফেলা হয়। আর ফুলের ক্ষেত্রে যদি হয় একগুচ্ছ লাল টুকটুকে গোলাপ তাহলে তার আকর্ষণ এড়ানো সত্যিই খুব মুশকিল! এই উপহারগুলো ভাবনা চিন্তা না করেই দেওয়া যায়। এর থেকে বোঝা যাচ্ছে আপনার সঙ্গী চিরাচরিত উপহার দিয়ে আনুষ্ঠানিকতা সারতে চাইছেন। এখানে প্রশ্ন উঠতেই পারে আপনাদের সম্পর্কে নিয়মমাফিক হয়ে যায়নি তো?

পারফিউম:
পারফিউম প্রায় সবারই পছন্দের একটি উপহার তবে আপনার সঙ্গীকে পারফিউম দিলে বুঝবেন তিনি বুঝতে চাইছেন কোন গন্ধটা আপনার ভালো লাগে। আপনাদের ঘনিষ্ঠতায় অন্য এক মাত্রা দেয় পারফিউম।
আরও পড়ুনঃ When you fall in love: প্রেমে পড়লে আপনার মস্তিষ্কে যা ঘটে জানলে অবাক হবেন

অন্তর্বাস:
আপনার সঙ্গে যদি আপনাকে এই উপহারটি দেন তাহলে নিশ্চিত ভাবে আপনার সঙ্গী চাইছেন আপনাদের সম্পর্কে উষ্ণতা বাড়াতে।

প্রয়োজনীয় গ্যাজেট:
প্রয়োজনীয় গ্যাজেট দিলে বুঝবেন আপনার সঙ্গীর চিন্তাভাবনা প্র্যাকটিকাল তিনি আপনাকে নিয়ে যথেষ্ট সিরিয়াস। আপনার প্রয়োজনীয় জিনিসটার কথা তিনি ঠিক মনে রেখেছেন এক্ষেত্রে আপনার সঙ্গী ১০০ তে ১০০ পাবেন।

গয়না:
দামি আংটি হোক বা দামি কানের দুল আপনার সঙ্গে যদি আপনাকে এগুলো উপহার দিয়ে থাকেন তাহলে বুঝতে হবে খুব তাড়াতাড়ি তিনি আপনাকে বিয়ের প্রস্তাব দিতে চলেছেন আর যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন, তাহলে বুঝতে হবে আপনার জন্য অপেক্ষা করছে নতুন কোন চমক।
আরও পড়ুনঃ Common reasons for breakup: যে ৬ টি কারণে বেশিরভাগ সম্পর্ক ভেঙ্গে যায়, আজই সচেতন হন

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস